× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১১:৩০ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১১:৩১ এএম

শনিবার বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

শনিবার বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সংসদের মাধ্যমে হয় সেই কাজটাই আমি করব। হতে পারে আমরা সংখ্যায় কম। আপনারা আমার ওপর আস্থা রাখেন, পাঁচটা বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না।’

শনিবার (১৩ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানিকারক চেম্বার অব কমার্সের সদস্য শফিউল আলম জনির দেওয়া উপজেলাবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় এ চিফ হুইপ বলেন, ‘সংসদে বিরোধী দলের সংখ্যাটা বড় বিষয় না। কথা বলাটাই হলো বড়। কথা বলতে পারলে দুই, চার, দশজনই যথেষ্ট। আপনার আমার ওপর আস্থা রাখেন। পাঁচটা বছর আল্লাহ রহমতে আওয়ামী লীগকে ঘুমাতে দেব না।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে সংখ্যা ২০ জন ৫০ জন হলে কি হবে, যদি কথা না বলে। আপনাদের মনে আছে বঙ্গবন্ধু ছিলেন সংসদ নেতা। ২৯২ জন ছিল আওয়ামী লীগের এমপি আর কয়েকজন স্বতন্ত্র। তার মধ্যে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত একাই পার্লামেন্ট কাপায়া রাখত।’

তিনি বলেন, ‘জনগণের পক্ষে যা যা বলার। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি। ওই যে বিদ্যুতের নামে ৯০ হাজার কোটি টাকা জরিমানা দিছে, কেন দিল, কেন বিদ্যুৎ নাই। সেজন্য আমি প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে বাধ্য করেছি। অনেকে মনে করে সরকারি দলের এমপি-মন্ত্রী হলে কাজ করা যায় বিরোধীদলের হলে কাজ করা যায় না। এটা অনেকে মনে করে। কিন্তু আমি এবার দেখলাম যে, এটা ব্যতিক্রম। যখন এমপি হলাম, বিরোধী দলের চিফ হুইপ হলাম সংসদে আমি একটি রাস্তা নিয়ে প্রশ্ন আনলাম। প্রপ্ন আনার দুই দিন পরই এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার টিম পাঠিয়ে দিয়ে কাজ শুরু করে দিল।’

অনুষ্ঠানে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বাবলুর সঞ্চালনায় করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, সমাজসেবক রফিকুর রহমান রফিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা