× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১৫:৫১ পিএম

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শৈশবের বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি। প্রবা ফটো

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শৈশবের বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি। প্রবা ফটো

প্রথমবারের মতো নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে তিনদিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।   

এ টুর্নামেন্টে ১৯৯৯ সালের ব্যাচের ছাত্র নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা অংশগ্রহণ করেন।

যে মাঠে খেলাধুলা করে নড়াইলের কৌশিক আজকের প্রখ্যাত খেলোয়াড় মাশরাফি হয়েছেন। সেই নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক ৩২টি ব্যাচের ছাত্রদের মধ্যে তিন দিনব্যাপী আন্তব্যাচ এই টুর্নামেন্ট  শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়। 

শনিবার দ্বিতীয় দিনের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফির ১৯৯৯ ব্যাচকে ৭৩ রানের টার্গেট দেয়। ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাশরাফি বল করে ১ উইকেট পায় এবং  ব্যাটে ৩০ রান করে। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা ।

এ সময় ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ ক্রিকেট প্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮, ২০০৩ এবং ২০০৯ এই ৩টি ব্যাচের সাবেক শিক্ষর্থীদের আয়োজনে ১৯৯০ থেকে ২০২১ এসএসসি ব্যাচের মোট ৩২টি ব্যাচের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। এটি হচ্ছে টি-৮ টুর্নামেন্ট। অর্থাৎ ম্যাচ হচ্ছে প্রতি ইনিন্স ৮ ওভারে। বিশাল বড়ো এ মাঠটিতে  একই সঙ্গে দুটি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা