× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ভুল ট্রেনে উঠে নামতে গিয়ে মৃত্যু

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৪ ২১:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে জাবেদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরের রেলগেট থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। 

যশোর জিআরপি পুলিশের কনস্টেবল আব্দুল মালেক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জাবেদ আলী কুষ্টিয়ার দহকুলা গ্রামের মুন্দির মন্ডলের ছেলে।

আব্দুল মালেক জানান, নিহত জাবেদ আলী ভুল করে বেনাপোলগামী কমিউনিটি ট্রেনে উঠে পড়েন। ভুল বুঝতে পেরে দ্রুত চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে ওই ট্রেনেই কাটা পড়েন তিনি। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী আরিফুল জানান, বুধবার বিকালে ওই ব্যক্তি কুষ্টিয়া যাওয়ার জন্য যশোর রেলস্টেশনে অপেক্ষা করছিল। এসময়ে স্টেশন মাস্টারের পক্ষ থেকে আগত ফ্রেন্ড সম্পর্কে কোনো মাইকিং না করায় তিনি ভুলক্রমে বেনাপোলগামী 'বেতনা এক্সপ্রেস' ট্রেনটিতে উঠে পড়েন। কিছু সময় পরে ট্রেনের ভেতরে যাত্রীদের কাছে জানতে পারেন সেটি বেনাপলে যাবে। তখন তিনি তড়িঘড়ি করে যশোর মুজিব সড়ক রেলগেটের আগেই নামতে গিয়ে ট্রেনের চাকায় একটি হাত ও বুকের কিছু অংশ পিষ্ট হয়ে মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেআরপি পুলিশের সদস্যরা। 

যশোর জিআরপি পুলিশের কনস্টেবল আব্দুল মালেক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুলনা জিআরপি পুলিশের ক্রাইমসিনকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে মরদেহটির আলামত সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা