× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ

কক্সবাজার অফিস ও টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৫:৫৮ পিএম

 জব্দ করা খাদ্যসামগ্রী ও ওষুধ। প্রবা ফটো

জব্দ করা খাদ্যসামগ্রী ও ওষুধ। প্রবা ফটো

কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানিয়েছেন, বুধবার (১০ এপ্রিল) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও ওষুধ জব্দ করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুয়াইব বিকাশ বলেন, ভোরে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের সাগর উপকূলের বড় ডেইল এলাকায় ফসলি জমিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব খাদ্যপণ্য ও ওষুধ মজুদের খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাচারের জন্য মজুদ করা ১৩০ লিটার সয়াবিন তেল, ২ হাজার ৩০৪ প্যাকেট বিস্কুট, ১৬ প্যাকেট সেমাই, ৮ প্যাকেট সুজি, ৮০০টি গ্যাস লাইটার, ১ হাজার ২৮০টি ব্লেড, ১৬ কেজি তামাক পাতা, ২২ বস্তা পান এবং বিভিন্ন ধরণের ২ হাজার ৬৫২ পাতা ট্যাবলেট, ৪৯২ বোতল সিরাপ, ৪৪৩টি ক্রিম, ২৬টি ভ্যাকসিন ও ৬৩টি ইনজেকশন পাওয়া যায়।

উদ্ধার করা খাদ্যপণ্য ও ওষুধ টেকনাফের কাস্টমস কার্যালয়ে মজুদ রাখা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা