× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি সংকট

বালতি-কলস হাতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৮:১৩ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৯:১১ পিএম

পানির সংকট নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রবা ফটো

পানির সংকট নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কয়েকটি মহল্লায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে পৌরসভার প্রধান ফটকের সামনে সোমবার (৮ এপ্রিল) দুপুরে বালতি ও কলস হাতে বিক্ষোভ করে স্থানীয়রা। 

বিক্ষোভকারীরা জানায়, কয়েক মাস ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। তবে বেশি সংকট রয়েছে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে। এসব ওয়ার্ডের মসজিদপাড়া, মিস্ত্রীপাড়া, ভেলুর মোড়, আরামবাগ-উত্তরপাড়া, গুলবাগসহ পাইকড়তলার প্রায় সাড়ে ৩ হাজার মানুষ তীব্র পানি সংকটে ভুগছে।

ঘণ্টাব্যাপী চলা এ বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বয়সের নারী-পুরুষ। তাদেরই একজন নারগিস বেগম। তিনি বলেন, ‘কয়েক মাস ধরে পানির সংকট। যার কারণে দৈনন্দিন জীবনের কাজগুলোও ঠিকভাবে করতে পারছি না। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। তাই আজকে আমরা বালতি, মগ ও কলস হাতে নিয়ে এখানে এসেছি।’

মতিউর রহমান নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘প্রায় সব ওয়ার্ডেই অল্প হলেও পানি সরবরাহ হচ্ছে। কিন্তু আমাদের মসজিদপাড়া, মিস্ত্রীপাড়ায় কোনো পানি পাচ্ছি না। এই রমজান মাসে দূর-দূরান্তের টিউবয়েলগুলো থেকে পানি আনতে হচ্ছে।’  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পানি শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত পার হতেই প্রচণ্ড খরা শুরু হয়েছে। যার কারণে পানির স্তর নেমে গেছে। সারা বছর গ্রাহককে আমরা নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করে থাকি। কিন্তু কিছু দিন ধরে পৌরসভার বিভিন্ন মহল্লায় পানির সংকট দেখা দিয়েছে।

তারা আরও বলেন, গ্রাহকের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় টিউবওয়েল ও পাম্প বসাচ্ছি। খরার কারণে এখন পানি ওঠে না। চৈত্র, বৈশাখ ও জ্যেষ্ঠ মাসে আমাদের পানি সংকট দেখা দেয়।  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর-রশিদ বলেন, ‘পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যার কারণে পৌর এলাকার কয়েকটি মহল্লার মানুষজন পানি পাচ্ছে না।‘ 

কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রতি মাসে ৭ থেকে ৮ লাখ টাকা পানির বিল বকেয়া থাকছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার গ্রাহকের পানি বিল বকেয়া আছে ১ কোটি ৪৯ লাখ টাকা। তবুও আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের।’ 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান বলেন, ‘সম্প্রতি পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েক জায়গায় পানির সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে আমরা গুরুত্বসহকারে কাজ করছি। আশা করা যাচ্ছে, এই সংকট শিগগির নিরসন হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা