× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ঘরমুখো মানুষের ঢল

গাজীপুরের চন্দ্রায় ৫ কিলোমিটার যানজট

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৬:৩০ পিএম

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার চিত্র। প্রবা ফটো

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার চিত্র। প্রবা ফটো

ঈদ উপলক্ষে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত গাজীপুরের দুই মহাসড়ক স্বাভাবিক থাকলেও দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় প্রায় ৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকা পর্যন্ত যানজটে পড়ে যানবাহনগুলো। এ ছাড়া কালিয়াকৈর নবীনগর সড়কেও কয়েক কিলোমিটার যানজট দেখা গেছে। এদিকে যাত্রীর চাপে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছে ঘরমুখো অনেক মানুষ। 

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে ছোটবড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে অধিকাংশই আজ শ্রমিকদের ঈদের ছুটি ঘোষণা করবে। ইতোমধ্যে দুপুর ১২টার পর অনেক কারখানা শ্রমিকরা ছুটি পেয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। তবে বিকালে এই চাপ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।  

আফসার নামে পোশাক শ্রমিক বলেন, ‘আমরা ব্যাগ গুছিয়ে সকালে অফিসে গেছি। ১২টার দিকে অফিস থেকে বের হয়ে  এখন চন্দ্রা আসলাম। তবে অনেক ভিড়।’  

মনিরুল নামে এক শিল্প কারখানা শ্রমিক বলেন, ‘বর্তমানে যে পরিমাণ মানুষ মহাসড়কে দেখা যাচ্ছে বিকালে কী অবস্থা হয় বলা মুশকিল। অতিরিক্ত মানুষের চাপে ভাড়া বেশি নিচ্ছে গাড়িতে। তবুও মানুষ যাচ্ছে। ভাড়া বেশি নয়, গাড়ি পেলেই খুশি অনেকে।’ 

ফারুক হাসান নামে আর এক শ্রমিক বলেন, আজ সকালে ফ্যাক্টরি ছুটি হয়েছে। পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ রওনা হয়েছি। ঈদের সামনে যানজট ভোগান্তি একটু হবেই ৷ ভালো একটা গাড়ি পেলে সমস্যা হবে না। আমারমতো এমন হাজার হাজার মানুষ এসব মাথায় নিয়েই ঈদ করতে বাড়ি যায়। অনেক বেশি ভাড়া নিচ্ছে। মানুষের তুলনায় গাড়ি কম। 

নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, দুপুরের দিকে কারখানা ছুটি হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। ফলে চন্দ্রায় যানবাহনে ধীরগতি আছে। আজ কাল একটু চাপ হবেই  যাত্রাপথ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা