× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাত সন্দেহে অবরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ২১:৪৬ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ২১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাতে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ডাকাত সন্দেহে এলাকাবাসীর হাতে অবরুদ্ধ  হয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্যের একটি অভিযানিক দল। শনিবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বাগদা বাজারে এ ঘটনা ঘটে। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, প্রায় ১০০ থেকে ২০০ কেজি গাঁজা আসছে। এই খবরে গত শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে সন্ধ্যা নদী ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৫ সদস্য দুইটি স্প্রিডবোটে আগৈলঝাড়ার পয়সার হাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাগধা বাজারের কাছাকাছি স্থানে কচুরিপানায় আটকে যায় স্প্রিডবোট দুটি। এ সময় স্থানীয়রা ডাকাত ভেবে মসজিদের মাইকিং করে। এতে জনগন আতঙ্কিত হয়ে তাদেরকে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। সকালে সেখান থেকে তারা ফিরে আসে।’

তিনি বলেন, ‘বাগদা বাজারের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছে, ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশ তাদের যাওয়ার আগে গাঁজা উদ্ধার করে নিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কারা উদ্ধার করেছে, সেই তথ্য পাওয়া যায়নি।’

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘গভীর রাতে মসজিদে মাইকিং করার কারণে আতঙ্কিত জনগন সবাই ঘরের বাহিরে অবস্থান নেয়। ওই লোকদের দেখে সন্দেহ হলে এলাকার লোকজন মিলে তাদের ঘিরে ফেলে। অবরুদ্ধ হয়ে তারা প্রথমে ডিবি পুলিশের পরিচয় দিলে সবাইকে পরিচয়পত্র দেখাতে বলা হয়। সকলের কাছে পরিচয়পত্র না থাকায়, বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। যে কারণে তাদেরকে অবরুদ্ধ করে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ বাজার কমিটির লোকজনকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।’

আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, ‘নদীপথে স্প্রিডবোট নিয়ে ডাকাতির ঘটনা ঘটায় মানুষের মধ্যে এ নিয়ে কিছুটা আতঙ্ক রয়েছে। তাই এ ঘটনা ঘটেছে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয় বলে জানায়।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন, উপপরিদর্শক ইশতিয়াক, আব্দুল মজিদ, সহকারী উপপরিদর্শক ফারুক হোসেনসহ ১৭ জনের একটি দল মাদকের অভিযানে বাগধা আসেন। তাদের পরিচয় জানার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা