× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রা

মহাসড়কে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে : হাইওয়ে পুলিশপ্রধান

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৯:৫২ পিএম

রবিবার (৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার আলেখারচর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। প্রবা ফটো

রবিবার (৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার আলেখারচর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। প্রবা ফটো

হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ‘ঈদ ঘিরে মহাসড়কে তিন স্তরের ব্যবস্থা থাকবে। আমরা ঈদের আগে যেমন আছি, ঈদের দিন যেমন থাকব, ঈদের পরেও হাইওয়ে পুলিশ মাঠে থাকবে।’

রবিবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী মানুষের ঈদযাত্রার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে কুমিল্লার আলেখারচর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, ‘ঈদের আগে সবাই দুয়েক দিনের মধ্যেই বাড়িতে ফেরে। আসার সময় কিন্তু এমনটা হয় না। অনেকেই ধীরে ধীরে শহরে ফেরে। এতে রাতে সড়ক ফাঁকা থাকে। তাই অনেকে ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে এবং দুর্ঘটনার পরিমাণ ঈদের পরেই বেড়ে যায়।’

তিনি বলেন, ‘খোলা ট্রাক, পিকআপ, পণ্য পরিবহনে অনেক যাত্রী উঠে বসে। এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা এই বছর কঠোর পদক্ষেপ নিয়েছি যেন কোনো যাত্রীসাধারণ এসব পরিবহনে না ওঠে। আমরা আইন প্রয়োগে কঠোর থাকব। চালক ও মালিকদেরও আমরা অনুরোধ করব, এসব ঝুঁকিপূর্ণ পারাপার যেন না করে। এতে আমাদের ঈদযাত্রা নিরাপদ হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই মহাসড়কে ১ হাজার ৪২৭টি সিসি ক্যামেরা রয়েছে। আমরা এখনও উদ্বোধন করতে পারিনি, কিন্তু আমরা এর সুবিধা ভোগ করতে পারছি। প্রতিটি হাইওয়ে পুলিশ সদস্যকে বডি ওন ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে জবাবদিহি নিশ্চিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জেলার সড়কগুলো রয়েছে, সেখানে কিশোররা হেলেদুলে মোটরসাইকেল চালান। এটা খুবই ভয়ংকর দুর্ঘটনার কারণ। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবাইকে অনুরোধ করব, বিষয়টি যেন খেয়াল রাখে। মহাসড়কে স্পিড গান ও পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে এমন কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি, চালক, মালিক, যাত্রী সবাইকে সচেতন হতে হবে।’

মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশপ্রধান। এ সময় তিনি তাদের প্রতিবন্ধকতা জানতে চান।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা