× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইলি রোডে আগুন

‘কবরে একাই ঈদ করছে নিমু’

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:০২ পিএম

নুসরাত জাহান নিমু।

নুসরাত জাহান নিমু।

‘আমরা পরিকল্পনা করেছিলাম নিমুর আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে এবার মালয়েশিয়ায় ঈদ করব। কিন্তু নিমুর এইচএসসি পরীক্ষা থাকায় সে একাই বাংলাদেশে ঈদ করবে। ৫ এপ্রিল নিমুর ভাইবোনসহ মোট ১৩ জনের একসঙ্গে ফ্লাইট হওয়ার কথা ছিল। বেইলি রোডের দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেল। কারও আর যাওয়া হলো না! এখন আমরা সবাই গ্রামে ঈদ করছি। মেয়েটা আগুনে পুড়ে শেষ হয়ে গেল। সে একাই এখন কবরে ঈদ করছে।’ কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন নিমুর বাবা আবদুল কুদ্দুস। 

২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারান ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নিমু। সে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া গ্রামের বাসিন্দা। ঢাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতেন তিনি। দুর্ঘটনার দিন তার দুই খালাতো বোনের সঙ্গে বেইলি রোডে গিয়েছিলেন নিমু। ওই দুর্ঘটনায় নিমুর সঙ্গে প্রাণ যায় খালাতো বোন ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিশারও। রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী। ছুটিতে ঢাকায় এসেছিলেন। আলিশা ভিকারুননিসায় অষ্টম শ্রেণিতে পড়তেন।

আবদুল কুদ্দুস বলেন, ‘আমাদের সবকিছু মালয়েশিয়ায়। নিমু আমাদের একমাত্র মেয়ে। আমার আরও দুই ছেলে আছে। এদের একজন পালকপুত্র। মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে তাকে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় ভর্তি করাতাম। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণ হলো না। সব আল্লাহর ইচ্ছা।’

তিনি বলেন, ‘কোনো দিন তাদের একা ছাড়া হতো না। কোথাও গেলে পরিবারের কোনো না কোনো সদস্য তাদের সঙ্গে থাকত। ওইদিন তাড়াতাড়ি চলে আসার কথা ছিল তাদের। অল্প সময়ের জন্য তাই তিনজনকে একা ছাড়া হয়। সেই একা ছাড়ার দিনে তারা লাশ হলো! মারা যাওয়ার আগে নিমু আমাকে কল করে বলছিল, বাবা আমাকে বাঁচাও... আগুন! আমি পারিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা