× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানের ঘটনায় পর্যটন খাতে প্রভাব পড়বে না : ডিআইজি আবু কালাম সিদ্দিক

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২০:২৪ পিএম

আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ণ সেন্টারে ট্যুরিস্ট পুলিশ জোনের কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। প্রবা ফটো

আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ণ সেন্টারে ট্যুরিস্ট পুলিশ জোনের কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। প্রবা ফটো

ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, ‘বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের ট্যুরিস্ট খাতে কোনো ধরনের প্রভাব পড়বে না। এসব অঞ্চলের এলাকায় আমাদের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এতে পুলিশ পয়েন্টেও কোনো ইফেক্ট পড়বে না।’

শনিবার (৬ এপ্রিল) সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ণ সেন্টারে ট্যুরিস্ট পুলিশ জোনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবু কালাম সিদ্দিক বলেন, ‘২০ জন পুলিশ সদস্য নিয়ে আশুলিয়া ট্যুরিস্ট পুলিশের সাব অফিসের কার্যক্রম শুরু হলো। সাভার, আশুলিয়া এবং ধামরাই এলাকায় বেশকিছু বিনোদন পার্কসহ হোটেল স্পট আছে। আমাদের ট্যুরিস্ট পুলিশ এই বিনোদনকেন্দ্রগুলোতে আসা দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা দিয়ে থাকে। বাংলাদেশে ১২৫টি পুলিশ পয়েন্টের মাধ্যমে নিরাপত্তা দিয়ে আসছি।’

তিনি বলেন, ‘যেহেতু সমানে পহেলা বৈশাখ, আমাদের বড় ফেস্টিভ্যাল। এই অনুপাতে আমরা নিরাপত্তা প্ল্যান করেছি। এই প্ল্যানেই সবাইকে সহযোগিতা করব। পাশাপাশি যারা বিনোদন কেন্দ্রে আসবে তাদের সঙ্গে যেন কোনো রকম হেসিং না হয় এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সতর্ক থাকবে। তারপরও যদি পর্যটকদের সঙ্গে কোনো কিছু হয় তাহলে আমাদের জরুরি সেবা নম্বর আছে, কল করে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’

এ সময়, সাভার-আশুলিয়া ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘সাভার-আশুলিয়া ও ধামরাই এই ট্যুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মো. বদরুল আলম মোল্লা, পিএসসি এবং ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মামেনা আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা