× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিংসা-বিদ্বেষহীন পার্বত্য চট্টগ্রাম চাই : কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিবেদেক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ০০:০৬ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ১০:৪৫ এএম

বৈসাবি ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে সাঁজে বর্ণাঢ্য র‌্যালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। প্রবা ফটো

বৈসাবি ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে সাঁজে বর্ণাঢ্য র‌্যালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। প্রবা ফটো

প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়িতে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গীস্কোয়ার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রদীপ জ্বালিয়ে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও খেলাধুলার সূচনা করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, ‘হিংসা-বিদ্বেষহীন পার্বত্য চট্টগ্রাম চাই ও বৈষম্যহীন বাংলাদেশ চাই। পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রধান সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই ও বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষের অতীতের সকল দুঃখ, গ্লানি মুছে যাক। উৎসবের আনন্দে ভরে উঠুক সবার মন।’ 

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জেলা কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ আরিফ, পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. নাজমুল হক, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধরী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা