× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ২৩:৩১ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ২৩:৪০ পিএম

নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আবদুল মঈন খান।  প্রবা ফটো

নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আবদুল মঈন খান। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘দেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।’

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে অন্যতম উদ্দেশ্য ছিল দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। সবাইকে নিয়ে মিলেমিশে একটি সমাজ ব্যাবস্থা সৃষ্টি করতে চাই, যেখানে ধনী-গরিবের ব্যাবধান কমে আসবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ধৈর্য এবং সংযম- এই দুইটি গুণাবলি দেশের মানুষের মনে জাগরণ করে পুনরায় অর্থনীতি স্থিতিশীল করে তুলবো। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলবো। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই পথে অগ্রসর হবো।’

কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা