× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:২৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:৫৯ পিএম

হার পাওয়ার আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

হার পাওয়ার আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

বিএনপি রাজনৈতিক অস্তিত্বের ভয়ে আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বের ভয়ে থাকে, তখনই তারা আবোল-তাবোল বলে। বিএনপিও আবোল-তাবোল বলছে, তা আমলে নেওয়ার কিছু নেই।’  

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাহাড়ে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ঘোলাটে করার চেষ্টা কি না, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরও তথ্যাদি জানা প্রয়োজন। আরও তথ্যাদি না জানা পর্যন্ত  এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না।’

পরে তিনি উপজেলা অডিটোরিয়ামে ৮০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (হার পাওয়ার) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় বক্তব্য দেন নারী আইটি সেবাদাতা তানজিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল বাংলাদেশের সব নাগরিক সমান অধিকারী হবেন। সংবিধানের মধ্যেও লেখা আছে। সেই লক্ষ্য সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে এই হার পাওয়ার প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘জনসংখ্যার শতকরা ৫০ ভাগ নারী। এই ৫০ ভাগ নারী যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু এ দেশ বা জাতি কোনো দিন এগোতে পারবে না।’

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধি লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এ ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন আড়াইবাড়ি ইসলামিয়া সায়েদীয়া এতিমখানা, পুরকুইল আলহাজ হাবিব চিশতি এতিম খান ও নোয়াগাঁও আহসানিয়া মিশন এতিমখানার ছয় মাসের খরচের চেক হস্তান্তর করেছেন।

এর আগে মন্ত্রী সড়কপথে ঢাকা থেকে কসবায় আসেন। পরে বিকালে আখাউড়া কেলা শহীদ মাজারে ইফতারসামগ্রী বিতরণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা