× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার ট্রাইবুন্যালে সাংবাদিকসহ ৪ জনের নামে মামলা

তালা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২৩:১৭ পিএম

সাইবার ট্রাইবুন্যালে সাংবাদিকসহ ৪ জনের নামে মামলা

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও তার স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুক পেজে পোস্ট করায় সাংবাদিক ইয়ারব হোসেনসহ চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) খুলনা সাইবার ট্রাইবুন্যালের বিচারক কনিকা বিশ্বাসের আদালতে মামলাটি দায়ের করেন সরদার মশিয়ার রহমান। আদালত আগামী ২৫ মের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে ইয়ারব হোসেন, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল হাকিম রাজু, বিশেষকাটি গ্রামের সূর্যকান্ত মন্ডলের ছেলে ভবতোষ মন্ডল ও শ্যামল ঘোষ।

মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক ইয়ারব হোসেন নিজ মোবাইল নাম্বার ও ইমেইল ব্যাবহার করে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডটকমের ফেসবুক পেজে সরদার মশিয়ার রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত ছবি প্রকাশ করেন। মশিয়ার রহমান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় প্রতিপক্ষের লোকজন সেটা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ‘মামলার ভয় ইয়ারব করে না। সবে তো ফেসবুকের মাধ্যমে ভাইরাল করা হয়েছে। পরে এমন করে দেব যে মশিয়ারকে ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে পালাতে হবে।’ গত ৩১ মার্চ অভিযোগ নিয়ে তালা থানায় গেলে পুলিশ তাদের সাইবার নিরাপত্তা আদালতে যাওয়ার পরামর্শ দেয়। খুলনা জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলাম মামলার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা