× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে চেষ্টা করা হচ্ছে : শিল্প পুলিশের ডিআইজি

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২২:০৮ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গী খাঁ-পাড়া রোডের মাসকো-পিকাসো কারখানা পরিদর্শন শেষে শিল্প পুলিশের ডিআইজি বক্তব্য প্রদান করেন। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী খাঁ-পাড়া রোডের মাসকো-পিকাসো কারখানা পরিদর্শন শেষে শিল্প পুলিশের ডিআইজি বক্তব্য প্রদান করেন। ছবি : সংগৃহীত

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই তৈরি পোশাক শিল্পসহ অন্যসব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য আমরা কাজ করছি। আমরা কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে। ঈদের আগে মালিকদের বেতন-বোনাস পরিশোধ করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাজীপুর মহানগরীর টঙ্গী খাঁ-পাড়া রোডের মাসকো-পিকাসো কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় মো. আজাদ মিয়া বলেন, ‘আমাদের যারা শ্রমজীবী ভাই-বোন আছে, তাদের প্রতি অনুরোধ করছি যে, যেকোনো ঘটনা ঘটলে আপনারা অধৈর্য না হয়ে আপনাদের রুটি-রুজির যে ফ্যাক্টরি, সেখানে হাত না তুলে, ভাঙচুর না করে, আপনারা শিল্প পুলিশকে ইনফরমেশন দেবেন। শিল্প পুলিশ আপনাদের ন্যায্য-অধিকার আদায়ের জন্য কাজ করবে।’

গাজীপুরে প্রায় ৩৬টি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোন কোন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের শ্রমিক ভাই-বোন যারা আছেন, তারা যেন ঈদের আগে বেতন-বোনাস নিয়ে বাড়ি যেতে পারেন আর আনন্দ ও উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেই চেষ্টা চলছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, শিল্প পুলিশের টঙ্গী ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা