× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া ঈদ বাজার

কাপড়ের দাম বেশি হলেও বেড়েছে বিক্রি

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৮:০১ পিএম

বগুড়ার কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। প্রবা ফটো

বগুড়ার কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। প্রবা ফটো

বগুড়ায় ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা জমে উঠেছে। বেড়েছে গত বছরের তুলনায় বিক্রি। ক্রেতারা বলছেন, এ বছর অভিজাত বিপণিবিতানগুলোসহ হকার্স মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতেও কাপড় ও জুতার দাম বেশি। তবে ব্যবসায়ীদের দাবি- তারা বেশি দামে পণ্য কিনে এনেছেন বলে আগের বছরের তুলনায় এবার দাম একটু চড়া। আর মধ্য ও নিম্নবিত্তরা এবার হকার্স ও ফুটপাতের মার্কেট থেকে বেশী কেনাকাটা করছেন। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বগুড়া শহরের রেলস্টেশন রোডে হকার্স মার্কেট ঘুরে দেখা গেছে, অন্যান্য মার্কেটের তুলনায় দিনের বেলায় এই মার্কেটে ক্রেতাদের ভিড় বেশি। অধিকাংশ দোকানে শিশুদের জামা, জিন্স প্যান্ট, মেয়েদের টু পিস, থ্রি পিস, ফোর পিস, কাটা কাপড় এবং জুতা- স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা তিনশ টাকা থেকে এক হাজার টাকার দামের পণ্য পছন্দ তালিকার শীর্ষে রাখতে দেখা গেছে।

শিবগঞ্জ উপজেলা থেকে আসা জয়নব বেগম নামে এক গৃহবধু বলেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। আমাদের অল্প রোজগারের সংসার। তাই এই মার্কেটে অল্প দামে ভালো মানের পোশাক কিনতে পেরেছি।’

রাজমিস্ত্রীর কাজ করা গাবতলীর সুখানপুকুরের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘প্রতি বছর এই মার্কেট থেকেই ঈদের কেনাকাটা করি। সাধ্যের মধ্যে এখান থেকেই পরিবারের চার সদস্যের জন্য ঈদের পোশাক ও জুতা- স্যান্ডেল কিনেছি। তবে গতবারের তুলনায় দাম এবার একটু বেশি।’

হকার্স মার্কেটের ব্যবসায়ী ইদ্রিস হোসেন বলেন, ‘এই বছর আমাদের বেশি দামে সব জিনিস কিনতে হয়েছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নইলে আমাদের লোকসান হবে।’ 

লিয়াকত আলী নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘গরম থাকলেও খোলামেলা হওয়ায় এই মার্কেটে দিনের বেলায় বেশি ভিড় হয়। এবার থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা কাজ করা প্রিন্টের থ্রি পিস বেশি কিনছেন। দাম একটু বেশি হলেও গতবারের তুলনায় ব্যবসা ভাল।’ 

এদিকে শহরের নিউ মার্কেট, আলতাব আলী, রানার প্লাজা, পুলিশ প্লাজা ও জলেশ্বরীতলার বিপণিবিতানগুলোতে ক্রেতারা ভিড় করছে। এ বছর বিপণিবিতানগুলোতে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি ও ভারতীয় থ্রি-পিস। এ বছর কিশোরী ও তরুণীদের পছন্দের শীর্ষে আছে ‘আলিয়া কাট’ নামের জামা। পাকিস্তানি ‘অর্গঞ্জানা, লাগজার, সাদাবাহার, আঘানুর, তাওয়াক্কুল ও নুস’ নামের থ্রি-পিসের চাহিদাও রয়েছে। এছাড়াও ভারতীয় ভিপুল, গঙ্গার পাশাপাশি দেশীয় বুটির্কসের থ্রি-পিচগুলো বিক্রি ভালো হচ্ছে। 

নিউ মার্কেটের রুহুল আমিন নামে এক বিক্রেতা বলেন, ‘এবার পাকিস্তানি বিভিন্ন ব্রান্ডের থ্রিপিস বিক্রি হচ্ছে বেশি। এছাড়া ভারতীয় বিভিন্ন থ্রি-পিসও বিক্রি হচ্ছে। পাকিস্তানি থ্রি-পিস সাড়ে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা, ভারতীয় ব্রান্ডের ৪ থেকে ১০ হাজার টাকা এবং ভারতীয় বুটিকসের পোশাক ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’

রনি ক্লথ স্টোরের বিক্রেতা প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘এবার ঈদে আঘানূর থ্রি পিসের চাহিদা অনেক বেশি। গত বছরের চেয়ে এবার ঈদে বেচাকেনা অনেক ভালো।’

তবে নিউ মার্কেটে টাঙ্গাইল বাজার নামে এক শাড়ির দোকানে গিয়ে দেখা গেলো ক্রেতাদের তেমন ভিড় নেই। একটু হতাশা নিয়ে শাড়ি বিক্রেতা বলেন, ‘এবার শড়ি বেচাকেনা খুবই কম। মাঝ বয়সী নারী ক্রেতারা মাঝে মধ্যে শাড়ি কিনতে আসছেন।’ 

এদিকে বরাবরের মতো ঈদে পুরুষের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট ও টি- শার্ট। তবে এসব দোকানেও গত ঈদের তুলনায় পোশাকের দাম বেশি হওয়ার কথা ‍জানান ক্রেতারা। কিশোর ও যুবকদের চাহিদার শীর্ষে রয়েছে সিকোয়েন্স, পাঠান ও বাহুবলী-২ নামের পাঞ্জাবি। বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

আলতাব আলী মার্কেটের জনি শেখ নামে পাঞ্জাবি বিক্রেতা বলেন, ‘পাঞ্জাবি এবার খুব ভালো বিক্রি হচ্ছে। সকল বয়সী ক্রেতারা তাদের পছন্দের পাঞ্জাবি কিনছেন। তবে সিকোয়েন্স নামের পাঞ্জাবি এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।’

এদিকে মধ্যরাত পর্যন্ত ঈদের কেনাকাটার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বিভিন্ন বিপণী বিতানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পকেটমার, চুরি, ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে থানা, ফাঁড়ি ও গোয়েন্দা সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা