ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:০৬ পিএম
ভোলা শহরের খাল পাড় এলাকায় এক মসলা মিলে মরিচের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রঙ মেশানোর চিত্র। প্রবা ফটো
ভোলায় ঈদ উপলক্ষে অধিক লাভের আশায় মরিচের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে বিক্রির প্রস্তুতি নেওয়ায় দুই মসলা মিলে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে শহরের খাল পাড় এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় ওই এলাকার মেসার্স আবির মোল্লা মসলা মিলকে দেড় লাখ এবং মেসার্স মুহিব এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খাল পাড় এলাকার ওই মিল দুটিতে অভিযান পরিচালনা করি। এ সময় মরিচের গুঁড়ায় ক্ষতিকর রঙ মেশানোর দায়ে মিল দুটিকে মোট ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ওই দুই মসলা মিলের মালিকদের শেষবারের মতো সতর্কও করা হয়েছে।