× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামছে না

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৬:১২ পিএম

মিঠাপুকুরে বালু উত্তোলনের কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি। প্রবা ফটো

মিঠাপুকুরে বালু উত্তোলনের কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুর উপজেলায় থামছে না অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। বালু উত্তোলনের কারণে ধ্বংস হচ্ছে রাস্তাঘাট, বিলীন হচ্ছে কৃষিজমি। বালু ব্যবসায়ীরা বলছে, এমপির সুপারিশে উপজেলা প্রশাসনের মৌখিক অনুমতি নিয়েই চলছে তাদের বালু উত্তোলন কার্যক্রম। তবে এমপি এবং প্রশাসন বলছে ভিন্ন কথা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাফ্রিখাল ফেডারেশন বাজার সংলগ্ন এলাকায় এক মাস থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় বাটুল একই ইউনিয়নের কোমরগঞ্জের উঁচা মসজিদের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন মহাদিপুর সরকারটারি এলাকায় যাদবপুরের সোহেল পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পাশেই থাকা কৃষিজমি।

ভাংনী ইউনিয়নের চাঁদপুরে গিয়ে দেখা যায়, দীর্ঘ ৬ মাসের আংগুর গংদের অবৈধ বালু ব্যবসায় চাঁদপুর ঘাঘট নদী থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বালু আনা নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের কারণে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ‘বালু উত্তোলনে ঘাঘটে বিলীন হচ্ছে কৃষিজমি’ শিরোনামে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের সতর্কতায় এ জায়গাটিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়। তবে চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার বাসিন্দারা। রাস্তা সংরক্ষণে সরকারি আইন থাকলেও তার বাস্তবায়ন নেই এখানে। নতুন করে এ স্থানের বালুর পয়েন্টের বিপরীতে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।

ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অবৈধ বালু উত্তোলন শুরু করার কিছুদিন পরেই আমি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছিলাম। রাস্তা নষ্টের জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করেছি। বালু ব্যবসায়ীরা রাস্তায় রাবিস দিয়ে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।’ তবে স্থানীয়রা বলছে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি লোক দেখানো।

উপজেলার বৈরাতী নানকর রসুলপুরে নারায়ন মাস্টারের কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। নারায়ন মাস্টার বলেন, ‘এমপি, ইউএনও, পুলিশ তদন্ত কেন্দ্র সবাইকে অবগত করেই আমি বালু উত্তোলন করেছি। আপনাদের কিছু করার থাকলে করেন।’

রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর সিংগিরডোগায় দীর্ঘ এক মাস থেকে পুকুর থেকে বালু উত্তোলন করছে এমপির লোক বলে পরিচিত স্থানীয় বাবলু গং। ইতোমধ্যে একই স্থানে বালু উত্তোলনের কারণে মামলাও হয়েছিল। অব্যাহত বালু পরিবহনে একটি ব্রিজ ও ভেঙে ফেলেছে এ বালু ব্যবসায়ী।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ‘মিঠাপুকুর উপজেলায় বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যদি কোনো অবৈধ বালু ব্যবসায়ী উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন করে থাকে এ ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি জাকির হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। আমার অজান্তে কেউ আমার নাম ব্যবহার করতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে প্রশাসন স্বাধীনভাবে ব্যবস্থা গ্রহণ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা