× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে গমের নাড়া পোড়াতে গিয়ে ছাই হলো ১০ বিঘা জমির ফসল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৭:৩৭ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাড়া পোড়াতে গিয়ে ১০ বিঘা জমির ফসল ছাই হয়ে গেছে। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাড়া পোড়াতে গিয়ে ১০ বিঘা জমির ফসল ছাই হয়ে গেছে। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাড়া পোড়াতে গিয়ে পাশের ১০ বিঘা জমির পাকা গম ও খেসারি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আটজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাছিমপুর মাঠে এ ঘটনা ঘটে। পরে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মাছিমপুর মহল্লার আয়নাল হকের জমির নাড়া পুড়তে পুড়তে আগুন চলে আসে পাশের জমিতে। জমির আল টপকে আগুন গম ও খেসারির জমিতে লেগে যায়। পাকা গম ও খেসারি পুড়তে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০ বিঘার জমির ফসল।

ক্ষতিগ্রস্ত কৃষক রায়হান আলী ও আমির আলী বলেন, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসাবে ৯ বিঘা জমিতে আনুমানিক ১৩৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা। এ ছাড়া ১ বিঘা জমিতে ৫ মণ খেসারি হয়, তা পুড়ে যাওয়ায় কৃষকের ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুঞ্জুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গমে নাড়া পোড়াতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জমিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা