× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

কু‌ষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২৩:১১ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

কু‌ষ্টিয়ায় পৃথক ঘটনায় পুকু‌রে ডু‌বে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ ও সদর উপ‌জেলার হ‌রিনারয়ণপুর ইউনিয়‌নের শিবপু‌র গ্রা‌মে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দি‌কে খোকসার কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের শিশু কন‌্যা জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছর বয়সী মে‌য়ে মুসলিমা খাতুন বাড়ির সন্নিকটে পুকুরের পাশে খেলছিল। এরপর কোন এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় তারা। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মরদেহ দুটি ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা তা‌দের উদ্ধার করে। জান্নাতী খাতুন ও মুস‌লিমা খাতুন সম্পর্কে চাচাতো বোন। 

এদি‌কে সদর উপজেলার হরিনারায়ণপুরের শিবপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিয়াসাদ নামে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। 

নিহত রিয়াসাদ হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদ সদস্য ইন্তাজ শেখের ছে‌লে। রিয়াসাদ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দি‌কে রিয়াসাদ তার নিজ গ্রাম শিবপুর উত্তর পাড়ার একটি পুকুরে খেলার সাথীদের সাথে গোসল করতে যায়। পুকুরে নামার কিছু সময় পর রিয়াসাদ পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। এ সময় সবাই পুকুরে নেমে খোঁজা শুরু করলে পানির নিচে রিয়াসাদকে ডুবন্ত অবস্থাই পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়ে‌ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা