বন কর্মকর্তা হত্যা
কক্সবাজার অফিস ও মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২২:২৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে ‘মাটি পাচারকাীদের ট্রাকের চাপায়’ বন কর্মকর্তাকে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, গত রবিবার রাত ১২টার পর বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে ও ট্রাকটির চালক মো. বাপ্পী, একই এলাকার সুলতান আহম্মদের ছেলে ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ ও তার ছেলে মো. তারেক, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার নুরুল আলম মাইজ্জার ছেলে হেলাল উদ্দিন, হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিম, একই এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার ইসলাম, আব্দুর রহিমের ছেলে শাহ আলম, হিজলিয়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে মো. বাবু, একই এলাকার ফরিদ আলম ওরফে ফরিদ ড্রাইভারের ছেলে মো. রুবেল ও হরিণমারা এলাকার শাহ আলমের ছেলে কামাল উদ্দিন ড্রাইভার। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পাঁচ-ছয়জনকে। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ছৈয়দ করিম।
রবিবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল দস্যু। খবরে পেয়ে বন বিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদুজ্জামান মারা যান এবং মোহাম্মদ আলী নামে এক বনরক্ষী আহত হন।
নিহত মো. সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনায় আহত বনরক্ষী মোহাম্মদ আলী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে।
ওসি শামীম হোসেন বলেন, ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। একপর্যায়ে সোমবার ভোরে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে ৫ নম্বর আসামি ছৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
হত্যার প্রতিবাদে মানববন্ধন
বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে ট্রাকচাপায় হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা বন বিভাগ। সোমবার (১ এপ্রিল) সকালে শহরের আদর্শপাড়া বন বিভাগের অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফরুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শালিখা বন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বন উপকারভোগীর সভাপতি সাইদুজ্জামান শামীমসহ বন বিভাগের কর্মকর্তারা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ‘বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে পাহাড়খেকোরা ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’