প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৩:০৬ পিএম
প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আবুল কালাম জানান, মৃত হাসমত আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তবে কী মামলার আসামি ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।