× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেলচালক নিহত

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০৯:৪৭ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১১:২০ এএম

দুর্ঘটনার পর জব্দ করা হয় ট্রাকটি। প্রবা ফটো

দুর্ঘটনার পর জব্দ করা হয় ট্রাকটি। প্রবা ফটো

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে মেহেরপুর-আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের একজন হাসান আলী মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ দুজন দুটি সাইকেলে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দেন। তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মাঝামাঝি শ্রীরিগাড়ি স্থানে পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন থেকে সাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালক বাবুল হোসেনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ (সুপার) সার্কেল আবদুল করিম বলেন, ‘দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা