× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি অফিস কর্মী সাময়িক বরখাস্ত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০৯:৩৪ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১১:২০ এএম

ভূমি কার্যালয়ে বসে ৫ হাজার টাকা গুনে নিচ্ছেন সহকারী আবদুল কাদির মিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

ভূমি কার্যালয়ে বসে ৫ হাজার টাকা গুনে নিচ্ছেন সহকারী আবদুল কাদির মিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ভূমি কার্যালয়ে বসে ৫ হাজার টাকা গুনে নেওয়া সেই সহকারী আবদুল কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

রবিবার (৩১ মার্চ) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আবদুল কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানকে এ ঘটনার তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আবদুল কাদির মিয়ার বিরুদ্ধে খাজনা খারিজ করে দেওয়ার জন্য ঘুষের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। টাকা নেওয়ার সময় গোপনে ধারণ করা একটি ভিডিও সমাজমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে; যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা ভোলা মিয়া বলেন, ‘মাইজখাপন ভূমি অফিসে দুইটা জমা খারিজ, খাজনা এবং কলমি নকশাবাবদ ৫ হাজার টাকা দিছি কাদির ভাইকে। পাচঁ থেকে ছয়শ টাকা বাড়াইয়া দিছি তাকে। এটা বকশিশ বাবদ দিয়েছি। এটা কোনো ঘুষ না। কে বা কারা এটা ভিডিও করে পাঠাইছে, এটা আমি জানি না। কাদির ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমরা গ্রামের মানুষ অনলাইনে আবেদনের বিষয় এত ভালো করে বুঝি না। ওনার কাছে সহযোগিতা চাইলে উনি আমাদের সহযোগিতা করেন।’

অফিস সহায়ক আবদুল কাদির মিয়া ঘুষের টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কয়েক দিন আগে লোকটাসহ (যিনি ওই ঘটনার ভিডিও করেছিলেন) আরও কয়েকজন বেশ কয়েকটা অন্যায় কাজের তদবিরে আমাদের অফিসে এসে আমাকে সহযোগিতার জন্য প্রথমে অনুরোধ, পরে চাপ দিতে থাকে। অন্যায় কাজ হওয়ায় আমি রাজি না হলে তার মোবাইলে থাকা পাঁচ মাস আগের সেই ভিডিও আমাকে দেখিয়ে টাকা দাবি করেন। নয়তো ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। আমি যেহেতু অন্যায় করিনি এজন্য আপস করিনি। রবিবার ঊর্ধ্বতন কর্মকর্তার শোকজের জবাব বিধি মোতাবেক দিয়েছি।’

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বলেন, ‘আমি এখনও লিখিতভাবে তদন্তের নির্দেশনা পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা