× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে দুই পাচারকারীর কাছে মিলল ২০টি সোনার বার

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ০০:০৫ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১০:৫৯ এএম

পাঁচবিবি উপজেলায় বিজিবির হাতে গ্রেপ্তার দুই সোনা পাচারকারী। প্রবা ফটো

পাঁচবিবি উপজেলায় বিজিবির হাতে গ্রেপ্তার দুই সোনা পাচারকারী। প্রবা ফটো

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তপথে ভারতে পাচারকালে ২০টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে তাদের পাঁচবিবি থানা পুলিশে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পু। তারা দুজনই পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রামের বাসিন্দা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্তপথে ভারতে সোনা পাচারকালে দুজনকে বিজিবি গ্রেপ্তার করে। বিজিবির নায়েক আতোয়ার রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছেন। আগামীকাল শনিবার আসামিদের আদালতে পাঠানো হবে।’

বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে পাঁচবিবি সীমান্তের পূর্ব উচনায় অভিযান চালান বিজিবির সদস্যরা। অভিযানে আবদুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পুর কাছে ২০টি সোনার বার পাওয়া যায়। সেগুলো জব্দ করে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়। জব্দ সোনার ওজন ২ কেজি ৩৩২ গ্রাম, যা ১৯৯ ভরি ১২ আনা ২ রতি। এসব সোনার মূল্য প্রায় ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা। মামলা দিয়ে এ দুই চোরাকারবারিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা