গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২২:৪৮ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২৩:১১ পিএম
গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের দায়ে ৪৬ পরীক্ষার্থীসহ ৪৮ জনকে বহিষ্কার, অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোবাইল ফোন ও ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বন করার অপরাধে তাদের এ দণ্ড দেন ২১টি কেন্দ্রের ১৭টি ভ্রাম্যমাণ আদালতের বিচারকেরা। এছাড়াও ডিভাইস ব্যবহারে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় কেন্দ্রের বাইরের দুইজনকে ১০ দিন ও এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ২১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়। ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীর তৎপরতায় ১১টায় পরীক্ষা সম্পন্ন হয়।’