× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে কাভার্ডভ্যান চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২১:৫৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২৩:১৩ পিএম

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। প্রবা ফটো

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। প্রবা ফটো

চট্টগ্রামের অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনব্যাপী অভিযানে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া কাভার্ডভ্যানের খণ্ডিত অংশ, একটি গ্যাস কাটিং মেশিন, চারটি এলপি গ্যাসের বোতল, একটি লোহার ওজন মাপার স্কেল, একটি মোটরসাইকেল, একটি পেনড্রাইভ ও একটি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কাজী মো. রেজাউল হাসান, মো. আব্দুর রহমান, মো. সোলায়মান মিন্টু, মো. মহিউদ্দিন এনাম, মো. মোছলেহ উদ্দিন ও মো. আজাদ হোসেন।

আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানি এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘চারদিন আগে আকবরশাহ থানার উত্তর কাট্টলী টোল রোডে মিঠুন সার্ভিসিং সেন্টারের পার্কিং থেকে একটি কাভার্ডভ্যান চুরির অভিযোগ আসে থানায়। পরে এই অভিযোগের তদন্ত দেওয়া হয় আকবরশাহ থানার এসআই টিটু নাথ, এসআই এইচ এম ওয়াহিদুল্লাহ, এএসআই এনামুল হককে। তারা তদন্তে নেমে ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এরপর কর্ণফুলীর শিকলবাহা এলাকার নতুন ব্রিজের নিচে একটি স্ক্র্যাপের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে চুরি হওয়া কাভার্ডভ্যানের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে সেখান থেকেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য।’

তিনি আরও বলেন, ‘চুরি যাওয়া কাভার্ডভ্যানের কিছু অংশ তারা আগেই কেটে বিক্রি করে দিয়েছিল। এই চক্রে আরও কিছু সদস্য আছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা