চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২০:২১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২০:৩৭ পিএম
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল মোড় এলাকার জুতার সোল তৈরির কারখানায় আগুন নেভানো হয়েছে। প্রবা ফটো
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল মোড় এলাকার জুতার সোল তৈরির কারখানায় আগুন নেভানো হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান।
এর আগে চারটার দিকে ছয় তলা ভবনে রংডা নামের কারখানাটিতে আগুন লাগে। বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস।
মো. কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভবনের দুই তলায় অবস্থিত কারখানায় আগুনের সূত্রপাত। বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট। পরে আগ্রাবাদ স্টেশন থেকেও সেখানে ইউনিট পাঠানো হয়। শেষ পর্যন্ত ১২টি ইউনিটের প্রচেষ্টায় ৫টা ৫৫-এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাড়ে সাতটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কী কারণে আগুন লেগেছিল তা পরিষ্কার হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।’