মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৯:১৫ পিএম
আটক মাটি বহনকারী ট্রাক্টর। প্রবা ফটো
রংপুরের মিঠাপুকুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ইমাদপুর মুন্সীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মামুন মিয়া ইমাদপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের দিনমজুর শহিদুল মিয়ার ছেলে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ির পাশের রাস্তা দিয়ে প্রতিনিয়ত ইটভাটার মাটি আনার জন্য ট্রাক্টরগুলো যাতায়াত করে। সেদিন সকালের দিকে ওই শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে ভেকু গাড়ি দিয়ে মাটি কাটার দৃশ্য দেখছিল। এ সময় মাটি বহনকারী একটি ট্রাক্টর মাটি নিতে আসলে ট্রাক্টরটির মাটি নেওয়া শেষে পেছনে ঘুড়ানোর সময় পেছনের চাকার নিচে শিশুটি চাপা পড়ে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার এবং মাটি বহনকারী ট্রাক্টরটি আটক করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।