× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই পিডিবি এলাকায় বন্য হাতির তাণ্ডব

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৭:৫৫ পিএম

বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে। প্রবা ফটো

বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলার পানিবিদ্যুৎ কেন্দ্রের বিউবো বক্স হাউস এলাকায় বন্য হাতির তাণ্ডবে আনসার ব্রাক ও অফিসার কোয়ার্টার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে এই তাণ্ডব চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্য হাতির দল অফিসার কোয়ার্টার ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পাশে থাকা নিরাপত্তা আনাসার ব্রাক, অফিসার কোয়ার্টারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড করেছে। পরে স্থানীয়দের চিৎকারে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাইলেন্ট বাজিয়ে বন্য হাতি তাড়াতে সক্ষম হয়।

এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রায় সময় হাতি লোকালয়ে ঢুকে ভাঙচুর করে। পরে আমরা খবর পেয়ে সাইলেন্ট বাজিয়ে হাতিদের তাড়াতে হয়। গত রাতেও একইভাবে আমরা বন্য হাতিদের তাড়ানোর ব্যবস্থা করেছি।’

কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো. মামুনুর রহমান হাতির আক্রমণের কথা জানিয়ে বলেন, ‘বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। তবে হাতিকে আক্রমণ করা যাবে না, হাতি দ্বারা আক্রমণে ক্ষয়ক্ষতি হলে তা সরকারিভাবে সহযোগিতা করা হবে।’

এদিকে শুক্রবার দুপুর ২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও কাপ্তাই সহকারী বনসংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা