× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদে ফের দেখা মিলল মিয়ানমারের যুদ্ধজাহাজের

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৯:৪২ পিএম

শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদে মিয়ানমারের জলসীমায় জাহাজটি অবস্থান করতে দেখা যায় বলে জানায় স্থানীয়রা।

শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদে মিয়ানমারের জলসীমায় জাহাজটি অবস্থান করতে দেখা যায় বলে জানায় স্থানীয়রা।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদের ওপারে সপ্তাহখানেক পর ফের মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গেল। শুক্রবার (২৯ মার্চ) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত দেশটির জলসীমায় সেটি অবস্থান করতে দেখা যায় বলে জানায় স্থানীয়রা। এ সময় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জাহাজটি সরে যাওয়ার পর বিস্ফোরণের শব্দ বাড়ে।

গত সপ্তাহেও সকালের দিকে শাহপরীর দ্বীপের বিপরীতে ওপারে তিন কিলোমিটার পূর্বে নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। যেখানে এ ধরনের জাহাজ সচরাচর দেখা যায় না।

সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরপর দশটির বেশি বিকট শব্দ ভেসে আসে। তবে যুদ্ধজাহাজটি সকালে ঠিক কখন নাফ নদে দেখা মেলে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তারা জানায়, নদে কুয়াশা কেটে যাওয়ার পর সেটির দেখা মেলে। তবে কেউ কেউ ধারণা করছে, রাত কিংবা ভোর থেকেও জাহাজটি নাফ নদে অবস্থান নিতে পারে।

শাহপরীর দ্বীপের আব্দুর রহমান বলেন, ‘গতকাল থেকে গোলাগুলির ও মর্টার শেলের বিস্ফোরণ কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ দেখা গেছে। এটি চলে যাওয়ার পর থেকে বিস্ফোরণের শব্দ বেড়েছে।’

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘গোলাগুলি বা মর্টার শেলের বিস্ফোরণের শব্দ বৃহস্পতিবার থেকে একটু কমেছে। তবে শুক্রবার ৩টার দিকে পর পর কয়েকটি শব্দ শোনা গেছে। সকালে নাফ নদের ওপারে যুদ্ধজাহাজ দেখা গিয়েছিল, পরে তা চলে গেছে।’

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনামুল হক বলেন, ‘বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হয়েছিল। জুমার নামাজের পর আবারও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে।’

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘গত কয়েক দিন একটানা হ্নীলা ও মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কিছুটা কমলেও এখন দুপুরের পর আবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।’

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে গোলার বিকট শব্দ কাঁপছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে এই গোলার বিকট শব্দ হচ্ছে।’

টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকালে শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদের ওপারে মিয়ানমারের জলসীমায় একটি বড় জাহাজ দেখা গিয়েছিল। তবে এটি যুদ্ধজাহাজ নাকি দেশটির অন্য কোনো জাহাজ তা নিশ্চিত হওয়া যায়নি। পরে দুপুরের আগেই জাহাজটি যেখান থেকে সরে গেছে।

তিনি আরও বলেন, রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এ বিষয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ডের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা