× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ কোটি ২৬ লাখ টাকার ‘অনিয়ম’ করবেন সংসদ সদস্য

লালপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২১:০২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২২:৩৯ পিএম

নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ফাইল ফটো

নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ফাইল ফটো

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা যেভাবেই হোক তুলব। এতটুকু অনিয়ম করব। এরপর আর করব না।’ নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ জেলার লালপুর উপজেলা পরিষদের এক অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছেন। তার বক্তব্যের একটি ভিডিও বৃহস্পতিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বক্তব্যে এটা বোঝাতে চেয়েছি যে অনেকেই এ রকম করে। আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।’ 

এ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে একজন সংসদ সদস্যের এমন বক্তব্য খুব দুর্ভাগ্যজনক। তার (সংসদ সদস্যের) এমন বক্তব্যে তার সহকারী এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে উৎসাহিত হবেন। এটা একদিকে যেমন পরিষ্কারভাবে শপথের লঙ্ঘন, অন্যদিকে নির্বাচনী বিধিরও লঙ্ঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না। এ ছাড়া সংসদ সদস্যের কাছে গঠনমূলক বক্তব্যেরও প্রত্যাশা করে মানুষ।’

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আকতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন ঝুলফু প্রমুখ। এ বিষয়ে ইউএনও শারমিন আখতার বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই। উনার (সংসদ সদস্য) বক্তব্যে উনি বলেছেন। এটাতে আমার কোনো কথা নাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা