× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয় নাই : কাদের সিদ্দিকী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২০:৫৮ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২১:০৯ পিএম

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। ছবি : সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। ছবি : সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয় নাই। মুক্তিযুদ্ধ যত বড় তত কিছু লেখা হয় নাই, তত প্রমাণও নাই।’ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদল রচিত ‘আমার মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন শেখ মুজিবুর জাতির পিতা আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন জিয়াউর রহমান জাতির পিতা। এটা বাংলাদেশের ইতিহাস হতে পারে না।’

তিনি বলেন, ‘যত দিন স্বাধীনতা থাকবে তত দিন গাজীপুরের কথা থাকবে। ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরেই সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীকে বাধা দেওয়া হয়েছিল বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে। আজকে যদি সেই ইতিহাস কেউ উল্টাতে চায় তাহলে মুক্তিযুদ্ধের সূচনা ইতিহাস মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে আমরা যদি প্রতিবাদ-প্রতিরোধ না করতাম তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারতেন না, দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না, দেশের যে উন্নয়নের গতিধারা চলছে সেটাও হতো না। সে কারণে ১৯৭৫ সালের প্রতিরোধ যোদ্ধাদের যথাযথ সম্মান করা দরকার।’

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুমের সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে এ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড.আ ক ম মোজাম্মেল হক এমপি, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মান্নান শরীফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আ.লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা