× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজের সময় মসজিদে এসি বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৯:৫২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২০:১৬ পিএম

নামাজের সময় মসজিদে এসি বিস্ফোরণ

বরিশাল নগরীর বাণিজ্যিক চকবাজার এলাকায় জামে এবাদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমীন নিশ্চিত করেছেন। 

জামে এবাদুল্লাহ মসজিদের সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, ‘জোহরের জামাতে প্রথম রাকাতের সেজদায় ছিলেন মুসল্লিরা। এ সময় ধোঁয়া উঠতে দেখে নামাজ ছেড়ে দেওয়ার জন্য ইমামকে আহ্বান জানায় এক মুসল্লি। নামাজ ছেড়ে দিয়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায়। দ্রুতই মসজিদের বৈদ্যুতিক লাইন বন্ধ করে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে।’ 

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুর রহমান বেগের কক্ষের এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।’ 

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানিয়েছেন, জোহরের ফরজ নামাজ শুরুর আগে দোতলার একটি এসি চালু করেন মুয়াজ্জিন। তখন স্পার্ক করলে সুইচ বন্ধ করে দেওয়া হয়। এরপর সবাই নামাজে দাড়ালে কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় খতিবের কক্ষ থেকে ধোঁয়া ও এসির কাছাকাছি আগুন জ্বলছে। 

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, মুসল্লিরা নিরাপদে মসজিদ থেকে নেমেছে। এ আগুনে শুধু পেশ ইমামের কিছু বই ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বলেন, ‘মুসল্লিদের তথ্যানুযায়ী এসি থেকে বিকট শব্দ হওয়ার পরপরই আগুনের সূত্রপাত ঘটে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ব্যস্ততম এই ব্যবসায়িক এলাকায় বড় ধরনের বিপদ ঘটেনি, অল্পতে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। কোনো হতাহতের ঘটনাও নেই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা