× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা শাহীন হত্যার বিচার শুরু, প্রধান আসামি কাউন্সিলর আমিনুল কারাগারে

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৭:৪৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৮:৫১ পিএম

বাঁয়ে মাহবুব আলম ও ডানে আমিনুল ইসলাম। ছবি কোলাজ : প্রবা

বাঁয়ে মাহবুব আলম ও ডানে আমিনুল ইসলাম। ছবি কোলাজ : প্রবা

বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার পাঁচ বছর পর বিচার কাজ শুরু হয়েছে। বুধবার (২৭ মার্চ) বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী শাহীন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগ গঠনের দিন আদালতে হাজির হয়ে শাহীন হত্যা মামলার প্রধান আসামি বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলামের জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোচিত এ হত্যা মামলায় মোট ২৩জন সাক্ষী রয়েছেন। আগামী ৫ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমিনুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা করা হয়। তবে আসামিদের মধ্যে এখনও চারজন পলাতক রয়েছে। পলাতক আসামিদের কারণে চার্জগঠন প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

মামলার বরাতে আইনজীবী বলেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন চার দলীয় জোট সরকারের শাসনামলে বগুড়ায় পরিবহন মালিকদের সংগঠন মোটর মালিক গ্রুপের সেক্রেটারি ছিলেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন বগুড়া জেলা যুবলীগ সভাপতি (বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) মঞ্জুরুল আলম মোহন ওই সংগঠনের নেতৃত্বে আসেন। এর কিছুদিন পরেই বগুড়া মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে মঞ্জুরুল আলম মোহনের সঙ্গে যুবলীগেরই বগুড়া সদর উপজেলা কমিটির তৎকালীন সহ-সভাপতি (বর্তমানে বহিস্কৃত) আমিনুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এরপর নানা বিরোধে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে শহরের নিশিন্দারা উপ-শহর এলাকায় বিএনপি নেতা মাহবুব আলম শাহীনকে হত্যা করা হয়।

আইনজীবী আব্দুল মতিন বলেন, এ ঘটনার পরদিন নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী মোটর মালিক গ্রুপের স্বঘোষিত সেক্রেটারি আমিনুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। পরে আমিনুল ইসলামসহ অন্য আসামিদের পুলিশ গ্রেপ্তার করে। প্রায় ৯ মাস তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৩০ জানুয়ারি আমিনুল ইসলামসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বাকি আসামিরা হলেন সোহাগ সরদার, আজিজুল ইসলাম কাইলা, সাগর, শাকিল আহম্মেদ, শিপলু মৃধা, সাইদুর, বিপুল (বড়), শাহীন, বিদ্যুৎ, বেলাল হোসেন ওরফে ছোট বিপুল, পায়েল, রুবেল হোসেন ও রাসেল। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আজগর জানান, অভিযুক্ত ১৪ আসামির মধ্যে বিদ্যুৎ নামে একজন মারা গেছেন। অন্য ১৩ জনের মধ্যে আমিনুল ইসলাম ও আজিজুল ইসলাম কাইলা নামে দুজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। 

তিনি বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে আমিনুল ইসলাম অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে হত্যার জন্য অন্য আসামীদের নির্দেশ দিয়েছিলেন। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং অর্থের সংস্থানকারী হিসেবে আমরা আদালতের কাছে প্রধান অভিযুক্ত আমিনুল ইসলামের সর্বোচ্চ শাস্তি চেয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা