নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৫:৩০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৫:৫১ পিএম
শিশু নিহা ইসলামের মরদেহ। প্রবা ফটো
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। চার বছর বয়সি মৃত নিহা ইসলাম একই এলাকার সুজন আলীর মেয়ে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহার মা কাপড় ধোয়ার জন্য পুকুর ঘাটে যায়। নিহাও মায়ের সঙ্গে ঘাটে গিয়ে খেলা করতে থাকে। কাপড় ধোয়া শেষে নিহার মা তাকে বাড়ি আসতে বলে সেখান থেকে চলে আসে। পরে বেশ কিছু সময় পরও নিহা বাড়িতে না ফিরলে সবাই তার খোজ করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে তার উপস্থিতি টের পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কারও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।