মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১১:১৬ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১১:৩২ এএম
স্বাধীনতা দিবসে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। প্রবা ফটো
একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও তথ্যপ্রযুক্তিনির্ভর সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ পৌরসভাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধানিবেদন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ সব শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।