× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি উপাচার্যের ‘স্বেচ্ছাচারিতার’ বিরুদ্ধে শিক্ষক সমিতির মানববন্ধন

বিশ্ববিদ্যারয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২১:৪৯ পিএম

মানববন্ধনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে কুবি শিক্ষক সমিতির সদস্যরা। প্রবা ফটো

মানববন্ধনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে কুবি শিক্ষক সমিতির সদস্যরা। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। বক্তারা অভিযোগ করেছেন, নিয়োগ-পদোন্নতিতে বিধিবহির্ভূত অবৈধ শর্তারোপ, পদোন্নতি বঞ্চিতকরণ, আইনের ব্যত্যয় ঘটিয়ে ডিন ও বিভাগীয় প্রধান নিয়োগ, তথ্য গোপন করে ইনক্রিমেন্টের নামে অর্থ আত্মসাৎ, গবেষণা ফান্ড থেকে জালিয়াতি করে অর্থ লুট করেছেন উপাচার্য।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে কুবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাছানের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আইনুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আইন ছিল উপাচার্য প্রত্যেকটি আইনের অপপ্রয়োগ করেছেন। তিনি অবৈধভাবে ডিন, বিভাগের চেয়ারম্যান, শর্তাবলির বাইরে গিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন। প্রশাসনের তোষামোদকারী শিক্ষকদের সিনিয়র বানিয়ে দেওয়া হচ্ছে। সিনিয়র শিক্ষকদের জুনিয়র বানিয়ে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় উপাচার্যকে বলতে চাই, আমরা আপনাকে মাননীয় হিসেবেই রাখতে চাই। আমরা শিক্ষকরা অতিদ্রুত ক্লাসে ফিরে যেতে চাই। আমরা শিক্ষক সমিতি বারবার আপনার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু আপনি আমাদের বারবার প্রত্যাখ্যান করেছেন। আমাদের দাবিগুলো ২৮ তারিখের ভেতর বাস্তবায়ন না হলে, ক্লাস ও পরীক্ষা চালু রেখেও আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারি।’

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন বলেন, ‘আপনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কোনো অবদান রাখেননি। আপনি বঙ্গবন্ধু ভাস্কর্য, শহিদ মিনারে দাঁড়িয়ে মিথ্যাচার করেন। আজকের ভার্সিটির নান্দনিক পরিবেশ পূর্বের উপাচার্যের অবদান। আপনি উন্নয়নের যে কথা বলেন, সবই মিথ্যাচার। আগামী দিনে এই মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা সামিল হবে। যখন সবাই আপনার বিরুদ্ধে আন্দোলনে নামে, আপনি সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। আগামী যে কর্মসূচি আছে, আমরা হয়তো ক্লাস নিব, কিন্তু আপনাকে শান্তিতে দপ্তরে ও ভিসি বাংলোয় থাকতে পারবেন না।’

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘যোগদানের পর থেকেই তিনি যে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বৈষম্যমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন, এতে বিশ্ববিদ্যালয়ের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে। শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, শিক্ষকদের এমনভাবে বঞ্চিত করা হয়েছে যে, আজ শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকেছে।’

তিনি আরও বলেন, ‘দুই বছর আগে শিক্ষকরা গ্রেড-১ এর জন্য আবেদন করলেও, তিনি দুই বছরে শিক্ষকদের পদোন্নতি দেননি। উপাচার্যের ইন্ধনে এক বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গঠন করতে দেয়নি। ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতি নির্বাচনের পরে উপাচার্যের দপ্তরে দেখা করতে গেলে, সেখানে বহিরাগত, উশৃঙ্খল কর্মকর্তা এবং প্রক্টরের ইন্ধনে শিক্ষকদের উপর হামলা করা হয়েছে। যার বিচার আমরা এখনো পাইনি। বিভিন্ন বিভাগে আইনের ব্যত্যয় ঘটিয়ে যেসব ডিন, চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, সেগুলো বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করি, এ রকম একজন সেচ্ছাচারী, এই ধরনের বৈষম্যমূলক ভিসিকে প্রত্যাহার করে নিন। উনি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা