× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে গণহত্যা দিবস পালিত

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২২:৫৭ পিএম

গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

খুলনায় ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। 

তিনি বলেন, ‘গণহত্যার বিষয়টি অনুধাবনের অংশ। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা একাত্তরের মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বিশ্বের ইতিহাসে এমন নৃশংস হত্যার ঘটনা দ্বিতীয়টি নেই। কিন্তু ১৯৭১ সালে হানাদারদের বর্বরোচিত হত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা আজও পাইনি।’

তিনি আরও বলেন, ‘জাতি হিসেবে বাঙালিদের কোন রাষ্ট্র ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছেন। এখন জাতি হিসেবে বিশ্বে বুকে আমাদেরকে মাথা উচুঁ করে দাঁড়াতে হবে, যার মাধ্যমে বাঙালি জাতি সত্তার বিকাশ ত্বরান্বিত হবে।’ 

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

পরে গণহত্যা দিবস উপলক্ষে খুলনা শিল্পকলা একডেমি প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি-বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা