× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরে কৃষিভিত্তিক শিল্পায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর জোর দিয়েছে সরকার : বিভাগীয় কমিশনার

রংপুর অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৭:৩৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৮:৫৫ পিএম

রংপুর নগরীর গ্রান্ড প্যালেস হোটেল মিলনায়তনে লুমিনাস গ্রুপের কৃষি বিষয়ক কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

রংপুর নগরীর গ্রান্ড প্যালেস হোটেল মিলনায়তনে লুমিনাস গ্রুপের কৃষি বিষয়ক কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, উত্তরে কৃষিভিত্তিক শিল্পায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর জোর দিয়েছে সরকার। মাটি পরীক্ষা, জৈব সার ও বালাইনাশক ব্যবহার, উন্নত জাত উদ্ভাবন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তর করা হচ্ছে। জ্বালানি ও সারে ভর্তুকির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিসহ দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রংপুর নগরীর গ্রান্ড প্যালেস হোটেল মিলনায়তনে লুমিনাস গ্রুপের কৃষি বিষয়ক কর্মশালা ও বিভাগীয় ডিলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার বলেন, ‘সরকার ভর্তুকির মাধ্যমে যেমন খাদ্য নিরাপত্তা ঠিক রাখছে, তেমনি ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষককে ফসলের ন্যায্যমূল্য পাইয়ে দিতে দাম নির্ধারণ করে দিচ্ছে। অপরদিকে কৃষিপণ্যের বাজারও নিয়ন্ত্রণে রাখছে। এ ছাড়া সরকার কৃষকের সুবিধার্থে ১০ টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিনামূল্যে সার, বীজ প্রদানসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক রিয়াজ উদ্দিন, লুমিনাস গ্রুপের উপদেষ্টা ও সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব, ইমানুর রহমান, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী।  বক্তৃতা করেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব উদ্দীন ও পরিচালক আনোয়ার হোসেন।

এ সময় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করা কৃষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা