× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যার ২৪ বছর পর রায়, সাতজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৬:১৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিদের কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিদের কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আব্দুর রহিম হত্যার ২৪ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন আক্কেলপুরের বেগুনবাড়ী গ্রামের ফরহাদ আলী সরদার ওরফে ঝন্টু, একই গ্রামের শাকিল মাহমুদ তারিক, কানুপুর গ্রামের আ. গফুর, বেগুনবাড়ী গ্রামের তৌফিকুল ইসলাম, ডুয়েল ওরফে বখতিয়ার, হাসিবুল হাসান ও সোহাগ।

রায় ঘোষণার সময় দুই আসামি আ. গফুর ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর এলাকার আফসার আলীর ছেলে আব্দুর রহিম ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের এমএ ক্লাসের ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে থাকতেন ঢাকায়। মাঝে মাঝে বাড়িতে যেতেন। পার্শ্ববর্তী বেগুনবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে তার যাতায়াত ছিল। মাঝে মাঝে রাতে তাদের বাড়িতে থাকতেন। আবার রাত গভীর হলে দেলোয়ারের বাড়ির লোকজন আব্দুর রহিমকেকে তার বাড়িতে পৌঁছে দিত। দেলোয়ারের মেয়ে দোলার সঙ্গে আব্দুর রহিমের বিয়ের কথা চলছিল।

কিন্তু ওই গ্রামের ফরহাদ আলী সরদার ওরফে ঝন্টু দোলাকে বিয়ে করবেন বলে সহপাঠীদের সঙ্গে নিয়ে আব্দুর রহিমকে শাসান এবং দেলোয়ারে বাড়িতে গেলে প্রাণনাশের হুমকি দেন। এরপরেও আব্দুর রহিম গত ২০০০ সালের ১১ জানুয়ারি দেলোয়ারের স্ত্রীর জেবুন্নেছার সঙ্গে তাদের বাড়ি যান। কিন্তু রাত পার হলেও আব্দুর রহিম নিজ বাড়িতে ফেরেননি।

পরদিন সকালে পরিবারের লোকজন খবর পান আব্দুর রহিমের মরদেহ একটি পুকুরের কোনায় রাস্তার ধারে পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহিমের রক্তাক্ত লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুল ইসলাম মামলা করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ২২ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আক্কেলপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা