× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অপহৃত চার কৃষক উদ্ধার, একজন এখনও জিম্মি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১০:১৩ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৬:১৩ পিএম

মুক্ত হওয়ার পর পুলিশের সঙ্গে চার কৃষক। প্রবা ফটো

মুক্ত হওয়ার পর পুলিশের সঙ্গে চার কৃষক। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজনকে মুক্ত করেছে পুলিশ। অপরজনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

শনিবার (২৩) রাত পৌনে ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের গহিন পাহাড়ে এ অভিযান চালানো হয়। এখনও দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছে একই এলাকার আব্দু রকিমের ছেলে মোহাম্মদ নুর।

উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে জিহান, একই এলাকার ফকির আহম্মদের ছেলে রফিক, ছৈয়দুল্লাহের ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে ক্ষেতে পাহারার দায়িত্বে থাকা ওই ৫ জন কৃষককে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে।  

অপহৃতদের স্বজনরা জানায়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি স্বজনদের মোবাইলে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে মোহাম্মদ নুরের স্বজনের কাছে থেকেই ১৫ লাখ টাকা দাবি করা হয়। 

ওসি ওসমান গনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অপহৃত পাঁচ কৃষককে উদ্ধারে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে টেকনাফের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহিন পাহাড়ে পুলিশ সাড়াশি অভিযান শুরু করে। পরে অভিযানের একপর্যায়ে কোণঠাসা হলে দুর্বৃত্তরা ৪ জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। 

ওসি জানান, অপহৃতদের মধ্যে একজন এখনও জিম্মি রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা