× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীর বোধিমেলার অনুষ্ঠানে

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি মুজিবুরের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ০০:৫৬ এএম

বাঁশখালীর বোধিমেলার অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুজিবুর রহমান। প্রবা ফটো

বাঁশখালীর বোধিমেলার অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুজিবুর রহমান। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। তিনি যেমনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না, তেমনি আমিও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’ 

শনিবার (২৩ মার্চ) বিকালে বাঁশখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ড উত্তর জলদীর সার্বজনীন বোধিচৈত্য বিহারে আয়োজিত বোধিমেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান আরও বলেন, ‘আমি এক টাকাও দুর্নীতি করব না। উন্নয়নের টাকা পকেটে নেব না। সরকারের দেওয়া বরাদ্দ উন্নয়ন কাজেই ব্যয় করব। তাই কেউ দুর্নীতি করলেও ছাড় দেব না। পুরো উপজেলাকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাঁশখালী হিসেবে গড়ে তুলব। 

তিনি বলেন, আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ছিলেন একজন মহাজ্ঞানী। মানুষের কল্যাণের বার্তা নিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন তথাগত বুদ্ধ। তাই গৌতম বুদ্ধের নীতি-আদর্শকে সমুন্নত রেখে সুন্দর সমাজ, গ্রাম ও দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানাই।

বাঁশখালী সার্বজনীন বোধিচৈত্য বিহার প্রাঙ্গণে উপসংঘরাজ ও মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁশখালী সার্বজনীন বোধিচৈত্য বিহারের অধ্যক্ষ সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাস্থবির। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরোয়ার সুমন, সাংবাদিক রাহুল দাশ নয়ন।

অনুষ্ঠান প্রধান ধর্মদেশক ছিলেন কথাশিল্পী দিপঙ্কর থের ও একক সদ্ধর্মদেশনা করবেন শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহারের পরিচালক প্রজ্ঞারত্ন থের। সাংবাদিক সুবল বড়ুয়ার সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথি ছিলেন জ্যোতিষবিজ্ঞানী ড. মাধব আচার্য্য।

অনুষ্ঠানে ধর্মদেশনা ও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুভাষ বড়ুয়া, সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, জ্ঞানমিত্র থের, মৈত্রীপ্রিয় থের, প্রকৌশলী রোমেল বড়ুয়া, বাঁশখালী সার্বজনীন শুভ বোধিমেলা উদযাপন পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিমূল বড়ুয়া, প্রধান সমন্বয়ক প্রশান্ত বড়ুয়া, অর্থ সম্পাদক প্রনতোষ বড়ুয়া, বাবুল বড়ুয়া, অসিত বড়ুয়া, অমরজিত বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, সুরঞ্জিত বড়ুয়া, উত্তম বড়ুয়া, মদন বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা