চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ২০:৩০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪ ২০:৪০ পিএম
হামলার শিকার সাংবাদিক নাছির উদ্দিন ও রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল। প্রবা ফটো
চাঁদপুরের কচুয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও কচুয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মো. নাছির উদ্দিন।
শনিবার (২৩ মার্চ) দুপুরে মো. নাছির উদ্দিন পেশাগত দায়িত্ব পালনকালে কচুয়া ডাকবাংলোর পার্শ্ববর্তী আলমগীরের দোকানের সামনে হামলার শিকার হন।
এ ঘটনায় করইশ গ্রামের নূর মোহাম্মদ, ডুমুরিয়া গ্রামের মেহেদী হাসান সাকিবসহ ছয়-সাতজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় অভিযোগ করা হয়েছে।
আহত নাছির উদ্দীন জানান, হামলাকারীরা দোকানের ভেতরে নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ ভাইস চেয়ারম্যানপ্রত্যাশী রাকিবুল হাসানের সংবাদ ব্যতীত অন্য কোনো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানপ্রত্যাশীদের সংবাদ প্রচার করলে খুন-জখম করবে বলে প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদর্শন করেন। পরে দোকানের মালিক ও পার্শ্ববর্তী লোকজন তাদের হাত থেকে নাছির উদ্দিনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক নাছির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাংবাদিক হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’