সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৭:০৪ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৭:২৯ পিএম
ছবি : সংগৃহীত
সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লী থেকে এসএসসি পরীক্ষার্থীকে ‘অপহরণের’ অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার খলিষখালী ইউনিয়নের রাঘবকাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাঘবকাটি গ্রামের মো. শহিদুল গাজী, তার ছেলে মো. ইসমাইল গাজী ও মো. হুমায়ন গাজী।
এর আগে ১৭ মার্চ এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিয়ে বের হওয়ার পর পাটকেলঘাটার ভারশার এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। শুক্রবার (২২ মার্চ) রাতে থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা সুজাউদ্দীন সরদার।
গ্রেপ্তার শহিদুল গাজী বলেন, ‘আমার ছেলের সঙ্গে মেয়েটির ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু তার বাবা মিথ্যা অভিযোগ করে আমার ছেলে ও আমাকে গ্রেপ্তার করেছে।’
এ বিষয়ে জানতে ওই এসএসসি পরীক্ষার্থী কিশোরীর সঙ্গে কথা বলতে চাইলে তার বাবা কথা বলতে দেননি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ভারশা এলাকার সুজাউদ্দীন সরদার একটি অপহরণের মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।