× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো শক্তি এ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না: আমীর খসরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ২১:০৩ পিএম

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুসংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা ব্যানারে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুসংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা ব্যানারে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দেশি-বিদেশি কোনো শক্তি আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। দেশি-বিদেশি কোনো শক্তিরই জনগণের বিরুদ্ধে গিয়ে এ অবৈধ সরকারকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাদের বিদায় নিতে হবে।

শুক্রবার (২২ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুসংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা ব্যানারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, এই সরকারের বিদায়ের পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে এমন সরকার গঠন করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ সেই সরকারের অপেক্ষায় আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত আন্দোলনে দক্ষিণ জেলা বিএনপির ২০০ জন কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা দেওয়া হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সভাপতিত্ব এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

গোলাম আকবর খোন্দকার বলেন, ডামি ভোটে ক্ষমতায় আসার পর থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে সরকার। সরকারের ব্যর্থতা, লুটপাট, অব্যবস্থাপনার কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে দফায় দফায় সব পণ্যের দাম বাড়ানোয় মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে। সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে।

মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই দুর্ভিক্ষ মোকাবেলা না করে আওয়ামী লীগ লুটপাট আর অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য বিএনপিকে দমানোর কাজে ব্যস্ত হয়ে আছে।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বর্তমান জন‌বি‌চ্ছিন্ন সরকার জনগ‌নের কথা চিন্তা করছে না। দেশের জনগণের ওপর জুলুম নির্যাতন ক‌রে তারা লুটপাটের অর্থ ‌বিদেশে পাচার কর‌ছে। জনগণকে মামলা হামলা ও ভয় দে‌খি‌য়ে সবকিছু অনায়াসে করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা