টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৭:০১ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম
টেকনাফে ১৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করে র্যাব। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে র্যাব। এ সময় সিএনজিটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আটক মো. ইউনুস সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার বাসিন্দা।
শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন সিএনজিচালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।’
আবু সালাম চৌধুরী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজির পেছনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে ইউনুস। পরে সিএনজি তল্লাশি করে পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’