যশোর প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২৩:০৫ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪ ২৩:২৩ পিএম
হাসপাতালে নিহত জিল্লুর রহমান শিমুলের স্বজনরা আহাজারি।প্রবা ফটো
যশোরে সদরে উপজেলায় জিল্লুর রহমান শিমুল নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুড়ুমনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান শিমুল গোবিলা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ছিলেন। তবে এ বিষয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে একাধিকবারকে ফোন দিলেও তিনি সাড়া দেননি।
স্থানীয়দের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিমুল গোবিলা বাজার থেকে তার সহযোগী আমিরকে নিয়ে বাড়িতে ফিরছিল। পথে প্রতিবেশী বুলবুলি ও নাইম গাছি দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময়ে তার সহযোগী আমির দৌড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাত নয়টা ২০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।