× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের অভিযানে মিলল প্রমাণ

১১ কোটি টাকা লোপাট করেছে কর্ণফুলী গ্যাস

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২১:৫২ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রবা ফটো

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রবা ফটো

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। 

অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ট্রাস্টি বোর্ডে ১১ কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে। এমনকি সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও তথ্য পেয়েছে দুদক।

অভিযান শেষে বিকাল সাড়ে চারটার দিকে দুদকের সহকারী পরিচালক এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কল্যাণ তহবিলের নামে বিভিন্ন সময় অনিয়ম হয়েছে। এমনকি কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে প্রায় দুই কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। যেগুলো কোনো ভাউচার ছাড়াই খরচ দেখানো হয়েছে।’

দুদকের সহকারী পরিচালক আরও বলেন, ‘খরচের কিছু ভাউচার রয়েছে। সেগুলো কতটুকু সত্য তা-ও তদন্তের প্রয়োজন রয়েছে।  সর্বশেষ ১৭ মার্চ প্রতিষ্ঠানটিতে ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছে। কিন্তু এসব খরচের কোনো ভাউচার নেই। অভিযানে এসবের প্রাথমিক সত্যতা পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে এসব বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও অধিকতর তদন্ত করা হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা