× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাংস বিক্রেতাদের অনিয়ম, অনুরোধে জরিমানা কমালেন কর্মকর্তা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৬:৫৪ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২১:৫৪ পিএম

সুনামগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

সুনামগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

মূল্য তালিকা না রাখার কারণে এক মাংস বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনসমক্ষে  জরিমানা টাকার পরিমাণও ঘোষণা করা হয়। পরে দোকানদারের অনুরোধে জরিমানা ১০ হাজার টাকা কমিয়ে ভোক্তা অধিকার আইনের ৩২ ধারায় ২০ হাজার টাকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরে মাংস বিক্রিতা শহীদ মিয়াকে এই জরিমানা করা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞাসহ পুলিশ ও এনএসআইয়ের সদস্যরা। পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে তারা যৌথ অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছেন।

মাংস বিক্রেতার দোকানের সামনে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ থেকে সাতজন ব্যবসায়ী সিন্ডিকেট করে মাংসের দাম বাড়িয়েছে। এনিয়ে কেউ কথা বলতে পারেন না। মাংসের মধ্যে পানি দিয়ে ওজন বাড়িয়ে দেয়। আরও বিভিন্ন রকমের কারচুপি রয়েছে এখানে।’ 

অভিযোগ স্বীকার করে গরুর মাংস বিক্রেতা সমিতির সভাপতি রাশিদ আলী বলেন, ‘ব্যবসায়ীরা তার কথা শোনে না। ওজনে কম না দিতে ও দোকানের সামনে মূল্য তালিকা রাখতে বলেছি আমি। তারা আমার কথা শুনেনি।’

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ রাখতে যৌথ অভিযানে এসেছি। আজকেও বাজারে বেশ কিছু অনিয়ম দেখলাম। গরুর মাংস বিক্রেতাদের প্রতিশ্রুতি ছিল ৭০০ টাকা কেজি দরে বিক্রি করবে। তারা সেটি রাখেননি। এ ছাড়া বেশ কিছু আইনের লঙ্ঘন পেয়েছি। এজন্য একটি গরুর মাংস দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। চালের দোকানে ২০ টাকা লাভে বিক্রি করতে দেখলাম। সেখানে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করেছি। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা